ভাঁড়ুদত্তের শেষ পরিণতি কী হয়েছিল
ভাঁড়ুদত্তের শেষ পরিণতি কী হয়েছিল?
![]() |
ভাঁড়ুদত্তের শেষ পরিণতি কী হয়েছিল? |
উত্তর: দেবীর নির্দেশে কলিঙ্গরাজ নিজ হাতে কালকেতুকে গুজরাটের রাজা হিসেবে রাজটীকা পরিয়ে দেয়। অতঃপর ভাঁড়দত্ত গুজরাটে কালকেতুর কাছে এসে তার পায়ে পড়ে অপরাধ স্বীকার করে ক্ষমা চায়।
ভাঁড়র সব কপটতা কূটকৌশল কালকেতু জেনে যায় এবং নাপিত ডেকে ভাঁড়র মাথা মুড়িয়ে এক গালে চুন এবং অন্য গালে কালি মাখিয়ে পিছে পিছে ঢোল দিয়ে তাকে নগরে ঘোরানো হয়। তখন কুলের বউ-ঝিরা তার দিকে কালো হাঁড়ি ছুঁড়ে মারে।