তোমারে দিয়েছি ব্যথা এই অপরাধ কে কাকে কীভাবে ব্যথা দিয়েছে
তোমারে দিয়েছি ব্যথা এই অপরাধ কে কাকে কীভাবে ব্যথা দিয়েছে
![]() |
তোমারে দিয়েছি ব্যথা এই অপরাধ কে কাকে কীভাবে ব্যথা দিয়েছে |
উত্তর: ত্রিপুরা রাজ্যের রানী গুণবতী নিঃসন্তান। তার বিশ্বাস বছরে বছরে দেবীর নামে প্রাণ বলি দিলে দেবী তাকে সন্তান দেবে। সন্তান তৃষিত রানীকে ব্রাহ্মণ রঘুপতি তার স্বার্থে কাজে লাগিয়েছে। দরিদ্রকন্যা অপর্ণার ছাগশিশু ধরে এনে বলি দেওয়ায় অপর্ণা রাজার কাছে সন্তানতুল্য ছাগশিশুর জন্য আবেদন জানিয়েছে
রাজার ভিতরের মানবতা জাগ্রত হয়েছে এবং রাজ্যময় বলি বন্ধের নির্দেশ দিয়েছে। তাই মন্দির হতে বলির পশু ফেরত যায়। গুণবতীর পূজার বলি ফেরত গেলে সে বিস্মিত হয় এবং রাজাকে তা জানায়। কিন্তু গুণবতী জানে না যে বলি বন্ধের নির্দেশ রাজার নিজেরই।
গুণবতী বলেছে যে, যে ব্যক্তি বলির পশু ফেরত দিয়ে রানীকে অপমান করেছে, তাকে রাজা না পারলে রানী নিজেই শাস্তি দেবে। তারই জবাবে রাজা বলেছে যে, রাজা নিজে বলি বন্ধ করে কোন অপরাধ করে নি, কেবল রানীকেই ব্যথা দিয়েছে মাত্র, সে জন্য রাজা অনুতপ্ত। কিন্তু রক্তপাত আর সে হতে দেবে না।