সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ
সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ।
সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ।
উত্তর: মুরারি শীল 'কালকেতু' উপাখ্যানের দু'টি খল চরিত্রের একটি। চরিত্রটি শিল্পীর তুলির একটি মাত্র টানে অঙ্কিত। চরিত্রটি বিদ্যুৎ চমকের মত স্বল্পস্থায়ী, কিন্তু দীপ্তিতে অসামান্য উজ্জ্বল, প্রোজ্জ্বল ও ভাম্বর। মুরারি কবির মৌলিক সৃষ্টি।
সে জাতে বেনে, টাকা- কড়ি লেখাজোখা করে। তাকে শিল্পী শায়লকের আদলে গড়ে তুলেছেন। বাকবিন্যাসের পটুত্ব ও কৌতুক রসসহযোগে চরিত্রটি গঠিত। মুরারিস্ফূর্ত, লোভী, স্বার্থপর কৌশলী। সে অসৎ বলেই ধারশোধের ভয়ে আত্মগোপন করে, কিন্তু সন্তায় অঙ্গুরি কেনার লোভে তার চোখ চক্চক্ করে।
সে লোভ সংবরণ করে শান্ত ও সংযত থাকে এবং ঠকানোর জন্য যথার্থ মূল্যবান অঙ্গুরিটি পিতলের বলে ঘোষণা করে। মুরারির শঠতা, আচরণ ও বাকচাতুর্যের মধ্যে রয়েছে শিল্পীর যথার্থ সংযম।
স্বল্প পরিসরে তীক্ষ্ণ ছুরির মত তার চরিত্রের ধার। কবি মুরারিচরিত্র সৃষ্টিতে স্পর্শ করেছেন সাফল্যের সপ্ততন্ত্রী।