সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ

সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ।

সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ।
সংক্ষেপে মুরারি শীল চরিত্র লেখ।

উত্তর:
মুরারি শীল 'কালকেতু' উপাখ্যানের দু'টি খল চরিত্রের একটি। চরিত্রটি শিল্পীর তুলির একটি মাত্র টানে অঙ্কিত। চরিত্রটি বিদ্যুৎ চমকের মত স্বল্পস্থায়ী, কিন্তু দীপ্তিতে অসামান্য উজ্জ্বল, প্রোজ্জ্বল ও ভাম্বর। মুরারি কবির মৌলিক সৃষ্টি। 

সে জাতে বেনে, টাকা- কড়ি লেখাজোখা করে। তাকে শিল্পী শায়লকের আদলে গড়ে তুলেছেন। বাকবিন্যাসের পটুত্ব ও কৌতুক রসসহযোগে চরিত্রটি গঠিত। মুরারিস্ফূর্ত, লোভী, স্বার্থপর কৌশলী। সে অসৎ বলেই ধারশোধের ভয়ে আত্মগোপন করে, কিন্তু সন্তায় অঙ্গুরি কেনার লোভে তার চোখ চক্‌চক্‌ করে। 

সে লোভ সংবরণ করে শান্ত ও সংযত থাকে এবং ঠকানোর জন্য যথার্থ মূল্যবান অঙ্গুরিটি পিতলের বলে ঘোষণা করে। মুরারির শঠতা, আচরণ ও বাকচাতুর্যের মধ্যে রয়েছে শিল্পীর যথার্থ সংযম। 

স্বল্প পরিসরে তীক্ষ্ণ ছুরির মত তার চরিত্রের ধার। কবি মুরারিচরিত্র সৃষ্টিতে স্পর্শ করেছেন সাফল্যের সপ্ততন্ত্রী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ