সংক্ষেপে কালকেতুর চরিত্র বর্ণনা কর

সংক্ষেপে কালকেতুর চরিত্র বর্ণনা কর ।

সংক্ষেপে কালকেতুর চরিত্র বর্ণনা কর ।
সংক্ষেপে কালকেতুর চরিত্র বর্ণনা কর ।

উত্তর:
ধর্মকেতুর পুত্র কালকেতু জাতিতে ব্যাধ, শ্রেণীতে অন্ত্যজ, সে ব্রাত্যজন। ব্যাধ জীবনের দুর্গমতায় ও গোষ্ঠীগত চেতনায় সে বেড়ে উঠেছে। বালা থেকে অসুরতুল্য শক্তি তার, হিংস্র পশুই তার খেলার উপকরণ। সে পশুদের আতঙ্ক। 

তার চেহারা, ভোজন, গমন সবই অবিশ্বাস্য রকমের বিস্ময়কর। বর্বরতা ও বীরত্বের যুগপৎ মেলবন্ধন তার চরিত্রে। সে বীরত্বে স্কুল, নিপুণতা নেই বরং বলিষ্ঠতাই মুখ্য। তার বীরত্ব সহজাত। সে দরিদ্র। অরণ্যচারী বলে স্বভাবে সরল, কিন্তু নির্বোধ নয়। 

মুরারীর ধূর্ততা ধরতে পারে। ভাঁড়দত্তকেও সে উপযুক্ত শিক্ষা দিয়েছে। সে ক্ষত্রিয় নয় বলে যুদ্ধের আদর্শ তার ভিন্ন। 

পশুবধ যেমন তার আত্মরক্ষার উপায়, তেমনি যুদ্ধের সময় আত্মগোপনও আত্মরক্ষার্থেই। তবে ব্যাধ কালকেতু চরিত্র যেমন সফল, রাজা হিসেবে কালকেতুর চরিত্র তেমনই নীরস--ফ্যাকাশে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ