সংক্ষেপে ফুল্লরা চরিত্র লেখ
সংক্ষেপে ফুল্লরা চরিত্র লেখ।
সংক্ষেপে ফুল্লরা চরিত্র লেখ।
উত্তর: ব্যাধরমণী ফুল্লরা সঞ্চয়কেতুর কন্যা ও কালকেতুর স্ত্রী। তার আচরণে স্বামী- শ্বশুড়-শাশুড়ি তৃপ্ত। সে কর্তব্যপরায়ণা ও আনুগত্যে গৃহলক্ষ্মী। রমণীয়তা দিয়ে স্বামীকে দাম্পত্য সুখ দিতে চেয়েছে। পতিপ্রেমে ফাঁক ফাকি নেই।
তার নিরঙ্কুশ স্বামীভক্তি প্রচণ্ড ধাক্কা খেয়েছে ছদ্মবেশী দেবীর আবির্ভাবে। সপত্নীবাদের শংকায় সে বিচলিতা। দেবীচণ্ডীকে পরামর্শ দানে তার বুদ্ধিদীপ্ততা ধরা পড়ে। সে বিশেষ উদ্দেশ্যে দুঃখের বারমাসী বর্ণনা করলেও স্বামীর দোষ দেয় নি।
বন্দী স্বামীর মুক্তির জন্য সে কোটালকে অনুরোধ করেছে। তার চরিত্র ব্যাধ জীবনের রমণীয়তায় সমুদ্ধা। ব্যক্তিস্বাতন্ত্র্যে, চারিত্রিক দৃঢ়তায়, প্রেমের একনিষ্ঠতায়, ত্যাগে উজ্জ্বল নক্ষত্র। মধ্যযুগীয় মঙ্গল কাব্যের অনন্যা নারী।