সৈয়দ সুলতান-এর সংক্ষিপ্ত পরিচয় দাও

 সৈয়দ সুলতান-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

সৈয়দ সুলতান-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।
 সৈয়দ সুলতান-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

উত্তর: বাংলার প্রাচীনতম কবিদের মধ্যে সৈয়দ সুলতান অন্যতম। তিনি চট্টগ্রামের চক্রশালার অধিবাসী। ড. এনামুল হক তাঁর জীবনকাল ১৫০০ থেকে ১৬৪৮ খ্রিস্টাব্দ নির্দেশ করেছেন।

সৈয়দ সুলতানের রচিত গ্রন্থ : ১. নবীবংশ, ২, শব-ই-মিরাজ, ৩. রসুলবিজয়, ৪. ওফাৎ- ই-রসুল, ৫. জয়কুম রাজার লড়াই, ৬. ইবলিসনামা, ৭. জ্ঞান চৌতিশা, ৮. জ্ঞানপ্রদীপ, ৯. মারফতী গান, ১০. পদাবলী।

তাঁর কাব্যের বিষয়বস্তু থেকে ধারণা করা যায় যে, ইসলাম ধর্মকাহিনী প্রচারের উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন।

সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ ও বৃহত্তম কাব্য নবীবংশ। নবীবংশ আসলে নবীকাহিনী। নবীবংশ নামে কবি নবী পরম্পরা নির্দেশ করেছেন। আরবি-ফারসি নবীকাহিনীই ছিল কবির কাব্যিক আদর্শ। তবে তিনি বাংলাদেশের পটভূমিকায় এঁদের জীবনচিত্র এঁকেছেন। 

সৈয়দ সুলতানই প্রথম ব্যক্তি যিনি সাহস করে নবী-রসুলের ইতিবৃত্ত এবং ইসলামের মর্মকথা বাঙলা ভাষায় রচনা করতে শুরু করলেন। নবীবংশের দ্বিতীয় খণ্ড হচ্ছে রসুল মুহম্মদচরিত। 

এ খণ্ডে আছে তিনটি পর্ব—উন্মেষ পর্ব, মেরাজ পর্ব ও ওফাৎ পর্ব। তাঁর বর্ণিত সৃষ্টিতত্ত্বে দৈশিক প্রভাব প্রকট। তিনি বৈদান্তিক অদ্বৈত তত্ত্ব অঙ্গীকার করেছেন সৃষ্টিতত্ত্ব বর্ণনায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ