সব ঋণ শোধ করে দিয়ে যাব কার কাছে কিসের ঋণ কীভাবে তা শোধ করে দিয়ে যাবে

সব ঋণ শোধ করে দিয়ে যাব কার কাছে, কিসের ঋণ কীভাবে তা শোধ করে দিয়ে যাবে

সব ঋণ শোধ করে দিয়ে যাব কার কাছে, কিসের ঋণ কীভাবে তা শোধ করে দিয়ে যাবে
সব ঋণ শোধ করে দিয়ে যাব কার কাছে, কিসের ঋণ কীভাবে তা শোধ করে দিয়ে যাবে


উত্তর :নিঃসন্তান গুণবতী দেবীর কাছে সন্তান প্রার্থনা করে এবং দেবীর পায়ে জীবের রক্ত ঢেলে দেয়। অপর্ণার সন্তানতুল্য ছাগশিশু হত্যা করায় সে রাজার কাছে ফরিয়াদ জানায়। অপর্ণার মানবিক উচ্চারণে রাজা গোবিন্দমাণিক্য রাজ্যে বলি নিষিদ্ধ করে দেয়। মন্দিরের পুরোহিত রঘুপতি এতে ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সে গোবিন্দমাণিক্যকে হত্যা করতে জয়সিংহকে প্ররোচিত করে।

রঘুপতি জয়সিংহকে জানায় যে দেবী রাজরক্ত চায় । জয়সিংহ প্রতিজ্ঞা করে যে শ্রাবণের শেষ রাতে রাজরক্ত এনে দেবে। রঘুপতি রাজার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে। শেষে ধ্রুবকে হত্যায় উদ্যত হলে রাজার কাছে ধরা পড়ে, রাজা তাকে আট বছরের জন্য নির্বাসন দণ্ড দেয়।

রঘুপতির বিশ্বাস আর দু'দিন বাদে শ্রাবণের শেষরাতে শিষ্য জয়সিংহ গোবিন্দমাণিক্যকে হত্যা করবে, তাই সে দু'দিনের জন্য ত্রিপুরায় থাকার অনুমতি চায়। অতঃপর জয়সিংহকে সে ভিখারির মত অনুরোধ করে । সাথে সাথে জয়সিংহকে যে ছোটকাল হতে লালন করেছে, সে দোহাইও দেয়।

শেষে জয়সিংহ গুরুকে নিশ্চয়তা প্রদান করে যে দেবী যেহেতু রাজরক্ত চায়। সুতরাং শ্রাবণের শেষ রাতে সে রাজরক্ত দিয়ে দেবীর কাছে, গুরুর কাছে যে ঋণ করেছে, সবই সে শোধ করে দেবে। জয়সিংহের দায়বদ্ধতা এখানে উচ্চারিত হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ