সিরাজউদ্দৌলার নিজ অমাত্য সেনাপতি এবং বণিক সম্প্রদায় তাকে পর্যুদস্ত করতে সচেষ্ট কেন
সিরাজউদ্দৌলার নিজ অমাত্য সেনাপতি এবং বণিক সম্প্রদায় তাকে পর্যুদস্ত করতে সচেষ্ট কেন
![]() |
সিরাজউদ্দৌলার নিজ অমাত্য সেনাপতি এবং বণিক সম্প্রদায় তাকে পর্যুদস্ত করতে সচেষ্ট কেন |
উত্তর: মুর্শিদকুলী খাঁর সময় থেকেই ইংরেজ বণিকরা এদেশে অবাধে বাণিজ্য করতে চেয়েছে এবং দুর্ভেদ্য দুর্গ স্থাপনের প্রচেষ্টা চালিয়েছে। কিন্তু মুর্শিদকুলী খাঁ, সুজাউদ্দিন, সরফরাজ খাঁ ও আলিবর্দী খাঁ ইংরেজদের এই অধিকার লাভকে সমর্থন করেন নি। ফলে ইংরেজরা অধিকার প্রতিষ্ঠার জন্য চারদিকে উৎকোচ ছড়িয়ে রাজ অমাত্যদের বিশ্বাসঘাতকে পরিণত করেছে।
এদেশেরই বিবেকহীন, দেশপ্রেমহীন বেনিয়া মুৎসুদ্দিরা ইংরেজদের সহায়তায় ও নবাবদের ঔদাসীন্যের ফলে বিস্তর অবৈধ পুঁজি সংগ্রহ করেছে। এই নব্য পুঁজিপতিরা নিজ স্বার্থ সংরক্ষণের জন্য প্রাসাদ ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। সিংহাসন লাভের পরেই তরুণ সিরাজ এই ষড়যন্ত্রকে যেমন উৎখাত করতে চাইলেন তেমনি বিদেশি বণিকদের অন্যায় ঔদ্ধত্যকে বিনাশ করতে অগ্রগামী হলেন। আর তখনই তার বিরুদ্ধে তারই নিজ অমাত্যবর্গ, সেনাপতিবৃন্দ এবং বণিক সম্প্রদায় চারদিক থেকে তাকে পর্যুদস্ত করতে সংকল্পবদ্ধ হল ।