সিকান্দার আবু জাফর 'সিরাজ' চরিত্রটি নির্মাণে বিশেষ সমস্যায় পড়েছিলেন কেন

 সিকান্দার আবু জাফর 'সিরাজ' চরিত্রটি নির্মাণে বিশেষ সমস্যায় পড়েছিলেন কেন

সিকান্দার আবু জাফর 'সিরাজ' চরিত্রটি নির্মাণে বিশেষ সমস্যায় পড়েছিলেন কেন
 সিকান্দার আবু জাফর 'সিরাজ' চরিত্রটি নির্মাণে বিশেষ সমস্যায় পড়েছিলেন কেন


উত্তর :'সিরাজউদ্দৌলা' চরিত্রটি ঐতিহাসিক চরিত্র। চরিত্রটি সম্পর্কে সত্য-মিথ্যা মিশ্রিত প্রচুর কাহিনী প্রচলিত, যার মধ্য থেকে প্রকৃত 'সিরাজ' চরিত্র খুঁজে বের করা দুঃসাধ্য। নিজেদের স্বার্থেই ইংরেজ শাসকগোষ্ঠী সিরাজের নামের সাথে যতদূর সম্ভব পাপ, অনাচার, অত্যাচার এবং চরিত্রহীনতার অভিযোগ লেপন করে প্রচার করেছে। উদ্দেশ্য ছিল নিজেদের শাসনকে এদেশে যুক্তিযুক্ত প্রমাণ করা। 

শোষণের রূপটিকে আড়াল করে রাখা। যদি সিরাজকে অত্যাচারী এবং দুশ্চরিত্র শাসক বলে হেয় প্রতিপন্ন করা যায়, তবেই তা সম্ভব। কারণ, তাহলে এটা সহজে প্রতিপন্ন হবে যে, সিরাজের অযোগ্যতার ফলেই দেশের দুরবস্থা হয় এবং এ অযোগ্য, অত্যাচারী এবং লম্পট সিরাজের হাত থেকে বাংলার মানুষকে বাঁচাবার জন্যই ইংরেজ বণিকগোষ্ঠী শাসনভার গ্রহণ করতে বাধ্য হয়।

সুতরাং তারা নানা ছলে সিরাজের অযোগ্যতা প্রমাণে লিপ্ত হয় এবং তার সম্পর্কে বিভিন্ন অত্যাচার, অনাচার এবং কলঙ্ক কাহিনী প্রচার করতে থাকে। এ সমস্ত কাহিনীর মধ্যে 'অন্ধকূপ হত্যার কাহিনী অন্যতম। যার প্রচারের নায়ক কুখ্যাত হলওয়েল। পাঠ্যপুস্তকে, ইংরেজদের প্রচারযন্ত্রে সিরাজের নামে মিথ্যা প্রচার চালানো হয়। ফলে সিরাজ চরিত্র নির্মাণের ক্ষেত্রে সিকান্দার আবু জাফরকে বিশেষ সমস্যায় পড়তে হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ