রাধা কৃষ্ণের প্রেমের রূপ রূপান্তরের স্বরূপ উন্মোচন কম

রাধা কৃষ্ণের প্রেমের রূপ রূপান্তরের স্বরূপ উন্মোচন কম 

রাধা কৃষ্ণের প্রেমের রূপ রূপান্তরের স্বরূপ উন্মোচন কম
রাধা কৃষ্ণের প্রেমের রূপ রূপান্তরের স্বরূপ উন্মোচন কম 

উত্তর : বড়াইয়ের মুখে কৃষ্ণ রাধার রূপের বর্ণনা শুনে প্রেমে পড়ে যায়। দার্শনিকের ভাষায় 'প্রেম হচ্ছে একটি জ্বলও সিগারেট কখনো আগুন কখনো ছাই।' 

সুতরাং রাধা-কৃষ্ণের প্রেমের স্বরূপ এমনই। বড়াই তা ভালো করে জানে। কারণ বড়াই নিজেই উভয়ের প্রেমের ঘটক। 

উভয়ের মান-অভিমানে রাধা অপ্রকৃতিস্থ হয়ে পড়ে। কৃষ্ণের প্রেমের প্রস্তাব বড়াই রাধার কাছে দূভি হিসেবে নিয়ে যায়। প্রথমাবস্থায় রাধা প্রত্যাখ্যান করলেও অবশেষে গ্রহণ করে। 

কৃষ্ণের সাথে রতি সম্ভোগে তা আরো গাঢ় হয়। রাধা এখন কৃষ্ণ প্রেমে উন্মাদ। তার কাছে কৃষ্ণ ছাড়া জগৎজীবন-যৌবন সবকিছুই বৃথা। কিন্তু উদাসীন। এমতাবস্থায় বড়াই কৃষ্ণকে বুঝাচ্ছে রাধা-কৃষ্ণের প্রেম স্বর্গীয় উত্তম প্রেম। 

তাই সোনার পাত্র ভাঙলে যেমন জোড়া দেওয়া সম্ভব তেমনি রাধা-কৃষ্ণের প্রেম জোড়া লাগানো সম্ভব। কপট প্রেম মাটির ঘটের ন্যায় জোড়া লাগানো সম্ভব নয় ।

রাধা কৃষ্ণের প্রেম কপট নয়, পবিত্র। এ পবিত্র প্রেমকে অস্বীকার করা কিংবা দূরে ঠেলে দেওয়া কৃষ্ণের উচিত নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ