পোড়া ভাগ্যে এই লিখিলা বিধাতা ব্যাখ্যা কর

পোড়া ভাগ্যে এই লিখিলা বিধাতা। ব্যাখ্যা কর

পোড়া ভাগ্যে এই লিখিলা বিধাতা। ব্যাখ্যা কর।
পোড়া ভাগ্যে এই লিখিলা বিধাতা। ব্যাখ্যা কর।

উত্তর সীতা নিজেকে অপয়া, অলক্ষ্মী জ্ঞান করে বলেছে যে, সে যেখানে যায় সেখানেই অকল্যাণ, অমঙ্গল নেমে আসে। যেখানেই তার উপস্থিতি সেখানেই সুখের প্রদীপ নিতে যায়। সে পোড়াকপালী। 

কেননাম রাম তাকে বিয়ে করার পরই রামের ভাগ্যে ঘটল বনবাস, সাথে লক্ষ্মণও এবং সীতার শ্বশুর দশরথ পুত্রশোকে মৃত্যুবরণ করে। আজ তাকে কেন্দ্র করে অযোধ্যা সিংহাসনশূন্য। 

জটায়ু রাবণের হাত থেকে তাকে রক্ষা করতে গিয়ে জীবন দেয়। আজ সীতার কারণেই বাসববিজয়ী মেঘনাদের মত বীর মারা গেল। মারা গেল বীরবাহু, কুম্ভকর্ণসহ লঙ্কার লাখো সৈনিক।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ