পাগল করিবে মোরে জয়সিংহ কোথা জয়সিংহ অপর্ণা কখন কেন এ কথা বলেছে
পাগল করিবে মোরে জয়সিংহ কোথা জয়সিংহ অপর্ণা কখন কেন এ কথা বলেছে
![]() |
পাগল করিবে মোরে জয়সিংহ কোথা জয়সিংহ অপর্ণা কখন কেন এ কথা বলেছে |
উত্তর: বিসর্জন' নাটকে দরিদ্র তনয়া অপর্ণার ছাগশিশু ধরে এনে দেবীর মন্দিরে বলি দেওয়ার পর অপর্ণা এসে মন্দিরে অভিযোগ জানালে মন্দির সেবক জয়সিংহ তাকে বলেছে যে, তার নিজের জীবন দিয়ে ছাগশিশু বাঁচাতে পারলে তা বাঁচিয়ে দিত। মা নিয়েছে, ফলে তা অফেরৎযোগ্য । অপর্ণা জয়সিংহকে বুঝাতে সক্ষম হয়েছে যে, সত্যিকারের মা সন্তানকে রক্ষা করে, সন্তানকে বিনাশ করে না।
অপর্ণা জয়সিংহের মধ্যে মানবতার আলো প্রবেশে সক্ষম হয়েছে। সে বার বার চেষ্টা করেছে জয়সিংহকে মন্দির থেকে বের করে নিতে। অপর্ণার ছাগশিশুকে কেন্দ্র করে প্রথাধর্ম ও মানবধর্মের যে সংঘাত, তা নিরসনে শেষপর্যন্ত জয়সিংহকে আত্মবলি দিতে হল। জয়সিংহকে অপর্ণা ভালবাসে। অপর্ণাকেও জয়সিংহ জীবন দিয়ে ভালবাসে।
তাই অপর্ণার ইচ্ছেকে জয়যুক্ত করতে গুরুর নির্দেশে আত্মহননের পথ বেছে নিল । অপর্ণাকে জয়সিংহ বলেছে তার আর এক কাজ বাকি। সেটাই তার শেষ কাজ। অপর্ণা জয়সিংহকে সত্যি সত্যি মন্দির থেকে নিয়ে যেতে চায়। অপর্ণা জয়সিংহের জন্য অস্থির, পাগলপ্রায়। তাই সে জয়সিংহের খোঁজ নিতে এসে দেখে তার সব শেষ । দেবী তার সব— সব এমনকি সব কিছুকে গ্রাস করেছে ।