অন্ধকূপ হত্যা কাকে বলে class 8
অন্ধকূপ হত্যা' বিষয়টি কী
![]() |
অন্ধকূপ হত্যা' বিষয়টি কী |
উত্তর: ডাঃ হলওয়েল কোম্পানির চাকরি নিয়ে গভর্নর ও সৈন্যাধ্যক্ষ হয়। সিরাজ হলওয়েলকে বন্দী করেন। সিরাজ চরিত্রকে কলঙ্কিত করতে মিথ্যাবাদী হলওয়েল ‘অন্ধকূপ হত্যা' নামক একটি কাহিনী রচনা করেছিল।
তাতে হলওয়েল বলেছে যে, দুর্গ জয় করে নবাব আদেশ দিলেন লম্বায় ১৮ ফুট, চওড়ায় ১৫ ফুট এক ঘরে ১৪৬ জন সাহেবকে বন্দী করে রাখতে হবে। সে ঘর আবার চারদিকে বন্ধ। সকালে দেখা গেল দমবন্ধ হয়ে ১২৩ জন মারা গেছে। মূলত এই কাহিনীই 'অন্ধকূপ হত্যা' কাহিনী ।
এটি সম্পূর্ণ মিথ্যা। কেননা, দুর্গে ১৪৬ জন সাহেব ছিলই না। আর ঐ আয়তনের ক্ষুদ্র ঘরে কোন রকম ঠেসেঠুসেও স্বাস্থ্যবান ১৪৬ জনকে ঢুকানো সম্ভব নয় ।