উমিচাদ অকালে মৃত্যুবরণ করে কেন উমিচাঁদের শেষ পরিণতি লেখ
উমিচাদ অকালে মৃত্যুবরণ করে কেন উমিচাঁদের শেষ পরিণতি লেখ
![]() |
উমিচাদ অকালে মৃত্যুবরণ করে কেন উমিচাঁদের শেষ পরিণতি লেখ |
উত্তর: উমিচাঁদ অর্থপিশাচ – ধুরন্ধর লোক। উমিচাঁদ নবাববিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত থেকে ইংরেজদের সহযোগিতা করত। ইংরেজদের সাথে নবাব বিরোধীদের যে ১৫ দফা চুক্তি হয় তাতে উমিচাঁদ জেদ ধরে লিখিয়ে নিয়েছিল, ইংরেজরা জয়ী হলে তাকে কুড়িলক্ষ টাকা দেবে।
কূটকৌশলী ক্লাইভ সাদা ও লাল দু'রকম দলিল করে লাল দলিলটা উমিচাঁদকে ধরিয়ে দিয়েছিল। সাদা দলিলটা ছিল ক্লাইভের কাছে এবং তাতে উমিচাঁদের দাবির কথা উল্লেখ ছিল না। যুদ্ধ জয়ের পরে উমিচাঁদ ক্লাইভের এই ভাঁওতা বুঝতে পেরে টাকার শোকে পাগল হয়ে পথে পথে ঘুরে শেষ পর্যন্ত অকালে মারা যায়।