নাট্যকার হিসেবে সিকান্দার আবু জাফরের আত্মপ্রকাশের পটভূমি আলোচনা কর
নাট্যকার হিসেবে সিকান্দার আবু জাফরের আত্মপ্রকাশের পটভূমি আলোচনা কর
![]() |
নাট্যকার হিসেবে সিকান্দার আবু জাফরের আত্মপ্রকাশের পটভূমি আলোচনা কর |
উত্তর: সিকান্দার আবু জাফর মূলত কবি। অতঃপর নাট্যকার। ১৯৫১ সালে “শাবিস্তান' নামে তিনি একটি নাট্যসংস্থা গঠন করেন এবং তারই প্রথম প্রয়াস হিসেবে শচীন সেনগুপ্তের 'নবাব সিরাজউদ্দৌলা' নাটকটি মঞ্চস্থ করার উদ্যোগ গ্রহণ করেন।
বিভিন্ন কারণে প্রচুর অর্থ ব্যয় করে এবং দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টাতেও সিরাজউদ্দৌলার অভিনয় সম্ভব হয় নি। তবে কবি হতাশ হন নি, নতুন উদ্যমে নিজেই নাটক রচনায় হাত দেন এবং মাত্র সাত দিনে রচিত হয় তাঁর প্রথম নাটক “সিরাজউদ্দৌলা'। এ হচ্ছে নাট্যকার হিসেবে কবি সিকান্দার আবু জাফরের আত্মপ্রকাশের পটভূমি।