মুরারি শীলের কাছে দেবী প্রদত্ত স্বর্ণামুরী বিক্রির কাহিনী সংক্ষেপে লেখ
মুরারি শীলের কাছে দেবী প্রদত্ত স্বর্ণামুরী বিক্রির কাহিনী সংক্ষেপে লেখ।
![]() |
মুরারি শীলের কাছে দেবী প্রদত্ত স্বর্ণামুরী বিক্রির কাহিনী সংক্ষেপে লেখ। |
উত্তর: দেবী প্রদত্ত অঙ্গুরী নিয়ে কালকেতু বণিক মুরারি শীলের কাছে বিক্রির জন্য যায়। কালকেতু মুরারির কাছে মাংসের টাকা পায়, মুরারি মনে করে যে পাওনা টাকার জন্য এসেছে। তাই সে বান্যানী মিথ্যা করে বলেছে যে মুরারি খাতক পাড়া গিয়েছে।
কালকেতুর কাছে যখন জানতে পায় যে, সে পাওনা নিতে আসে নি বরং অঙ্গুরি বিক্রির জন্য এসেছে, তখন মুরারি পেছনের দরজা দিয়ে ঘুরে এমনভাবে বাড়ির মধ্যে ঢুকে যে, মনে হয় কেবলই এল। কালকেতুর দেখা সাক্ষাৎ নেই বলে কিছুটা আফসোস করার পর কালকেতুর অঙ্গুরিটি হাতে নেয় এবং দেখেই তার চোখ চক্চক্ করে ওঠে।
অঙ্গুরির মূল্য কমানোর জন্য বণিক মূল্যবান অঙ্গুরিকে পিতল বলে প্রচার করে এবং প্রতিরতি দশগণ্ডী দাম দিতে চায়। তাও নগদ মূল্য দিতে রাজি হয় না, বরং চাল, ক্ষুদ, কুড়া ইত্যাদি দিয়ে শোধ করতে চায়। কালকেতু তখন অন্য বণিকের কাছে যেতে চায়।
তখন মুরারি নিশ্চয়তা দেয় যে, অন্য জায়গায় ঠকার সম্ভাবনা আছে, মুরারিই বরং তাকে ঠকাবে না। তখন দেবীর নির্দেশ পেয়ে অকপটে সাত কোটি টাকা দেয় মুরারি শীল।