মেঘনাদবধ কাব্যের ২য় সর্গের বিষয়গুলোর পরিচয় দাও।
মেঘনাদবধ কাব্যের ২য় সর্গের বিষয়গুলোর পরিচয় দাও।
![]() |
উত্তর মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সর্গে বর্ণনীয় বিষয়গুলো নিম্নরূপ : |
উত্তর মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় সর্গে বর্ণনীয় বিষয়গুলো নিম্নরূপ
স্বর্গে ইন্দ্রের রাজসভায় কমলার আবির্ভাব এবং কৈলাসে মহাদেবের কাছে গমনের নির্দেশ
শচীদেবীসহ ইন্দ্রের কৈলাস গমন এবং দুর্গা/উমার নিকট প্রার্থনা
মদনকে সাথে নিয়ে শিবপত্নী দুর্গার শিবের কাছে গমন।
শিব ও দুর্গার মিলন এবং মদনের মাধ্যমে ইন্দ্রের প্রতি নির্দেশ দান।
মায়াদেবীর কাছে ইন্দ্রের আগমন ও অস্ত্রলাভ ।
চিত্ররথের মাধ্যমে লক্ষ্মণকে দেবঅস্ত্র প্রদান ।