মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী
মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী?
![]() |
মঙ্গলকাব্যের জনপ্রিয়তার কারণ কী? |
উত্তর:আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হতে আরম্ভ করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে একশ্রেণির ধর্মবিষয়ক আখ্যানকাব্য প্রচলিত ছিল সেটাই বাংলা সাহিত্যে মঙ্গলকাব্য নামে পরিচিত। মঙ্গলকাব্যের সংজ্ঞায় বলা হয়েছে যে- যে কাব্য পাঠে মঙ্গল, শ্রবণেও মঙ্গল তাই মঙ্গলকাব্য।
বাংলাদেশের ভোগেচ্ছ অনার্য মানব মানস একান্তভাবে জীবনমুখী। ফলে আধ্যাত্মবোধের তুলনায় ভোগবাদী জীবনমুখিতাই মুখ্য। বাঙালি ভোগবাদী কিন্তু কর্মকুণ্ঠ, তাই দৈবশক্তি ও তুকতাকের উপর তাদের অগাধ বিশ্বাস ছিল। তবে এদের দেবতা ছিল ইহকালীন দেবতা।
তাই মনসা, শীতলা, শনি প্রভৃতি অরি দেবতার পূজা দিয়ে যেমন পার্থিব অকল্যাণ এড়াতে চেয়েছে, তেমনি দেবী চণ্ডী, ধর্মঠাকুর, লক্ষ্মী, সত্যনারায়ণ প্রভৃতির সেবায় সুখ-শান্তি ও ঐশ্বর্যের আশ্বাস তারা লাভ করেছে। বাংলা মঙ্গলকাব্যের বিভিন্ন কাহিনী বাংলার সামাজিক অবস্থা হতে উদ্ভূত। এ কাব্যের নায়ক স্বর্গভ্রষ্ট, আমরাও তাই। ফলে কাব্যের নায়ক আমাদের সগোত্র—। তাই এ কাব্য মানুষের কাব্য, মানুষের মঙ্গলের কাব্য; তাই এ কাব্য মঙ্গলকাব্য, এত জনপ্রিয় ।