মাংস তোর মাংসাহারী জীবে দিব এনে।”— ব্যাখ্যা কর
মাংস তোর মাংসাহারী জীবে দিব এনে।”— ব্যাখ্যা কর ।
![]() |
মাংস তোর মাংসাহারী জীবে দিব এনে।”— ব্যাখ্যা কর । |
উত্তর মেঘনাদ কপটসমরী লক্ষ্মণের অস্ত্রাঘাতে মারা যায়। রাবণ পুত্রহত্যার প্রতিশোধ নিতে রণক্ষেত্রে গমন করে রাম, হনুমান, সুগ্রীব – এদের সামনে পেয়েও কাউকে বধ করে নি, রাবণের লক্ষ্য হচ্ছে লক্ষ্মণ।
লক্ষ্মণকে সে বলেছে, দেববজ্রপাণি, রাম, সুগ্রীব কেউই রাবণের হাত থেকে লক্ষ্মণকে রক্ষা করতে পারবে না। লক্ষ্মণ যেন তার মা সুমিত্রা এবং স্ত্রী ঊর্মিলাকে শেষবারের মত ভেবে নেয়। রাবণ আজ লক্ষ্মণকে মেরে তার মৃতদেহ মাংসাহারী শিয়াল-কুকুরকে দিয়ে খাওয়াবে।