কল্পনা' কাব্যগ্রন্থে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে আলোচনা কর
কল্পনা' কাব্যগ্রন্থে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে- আলোচনা কর ।
![]() |
কল্পনা' কাব্যগ্রন্থে ভোগ ও ত্যাগের দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে- আলোচনা কর । |
উত্তর : রবীন্দ্রনাথের কাব্যে ভাবনার পালাবদল ঘটেছে নানাভাবে নানা সময়ে। কল্পনা কাব্যে কবি মানবের শাশ্বত সত্য স্বরূপের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়েছেন। ত্যাগ, ন্যায়, সত্য ও ধর্মনিষ্ঠা, যা মানবের বৃহত্তর জীবনের অঙ্গ। তার প্রতি কবির চিত্ত গভীরভাবে আকৃষ্ট হয়েছে। এই মহাজীবনকে লাভ করতে হলে ত্যাগের সাধনা প্রয়োজন। দুঃসহ বেদনার তোরণ পথে এ জীবনের আহবান, ব্যক্তিগত ভোগের মায় সৌধ চূর্ণ করে জীবনকে উপলব্ধির কঠোরতম তপস্যায় এর উদ্বোধন।
কবি 'কল্পনা' কাব্যের কিছু কবিতায় সেই কঠোরতম তপস্যার সাধনায় অগ্রসর হয়েছেন। শিল্পীর ভোগের জীবনের গণ্ডী কাটিয়ে ত্যাগ ও ভোগাকাঙ্ক্ষা বর্জনের কঠোর সাধন পথে বৃহত্তর জীবনকে উপলব্ধি করবার কামনা কবির অনেক কবিতায় প্রকাশ পেয়েছে। কবি প্রকৃতি সৌন্দর্য মাধুর্যের চিরকাঙাল – রূপ ও রসের ক্ষুধায় সে নিত্য লালায়িত ।
সেই নব নব রূপ রসভোগের মহোল্লাস হতে নিজেকে বঞ্চিত কবিচিত্ত যে বেদনায় বিদীর্ণ হবে তা খুবই স্বাভাবিক। কিন্তু বৃহত্তর ও গভীরতর জীবনের প্রবল তাগিদে আত্মোপলব্ধির ক্রম পরিণতির প্রবাল প্রবাহ বেগে। তাই এই ভোগ ও ত্যাগের প্রবল দ্বন্দ্ব তাঁর অন্তর জীবনে দেখা দিয়েছে। এই দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে 'কল্পনা' কাব্যগ্রন্থের দুঃসময়, অসময়, অশেষ, বিদায়, বৈশবি, বর্ষশেষ, রাত্রি প্রভৃতি কবিতায় ।