কবি গানের পরিচয় দাও

কবি গানের পরিচয় দাও
কবি গানের পরিচয় দাও।

কবি গানের পরিচয় দাও।



উত্তর:উপস্থিত ক্ষেত্রে বিশেষ বিষয়ের উপর তাৎক্ষণিকভাবে ছন্দবদ্ধ পদ রচনা করে আসরে দাঁড়িয়ে বিষয়ের পক্ষে বিপক্ষে দু'জন কবি প্রশ্ন ও জবাবদানের ভঙ্গিতে গান পরিবেশনকে বলে কবিগান। কবিগান কোন লিখিত গান নয়, কবিওয়ালারাও উন্নতমানের কোন কবি নন। 

সমসাময়িক ও সমকালীন প্রাকৃতিক, রাজনৈতিক প্রণয়-বিরহ, গুরু-শিষ্য, হিন্দু-মুসলমান, জাহেরী-বাতেনী প্রভৃতিকে বিষয় করে তারা কবিযুদ্ধে অবতীর্ণ হতেন। তাদের এসব গানের কোন লিখিত রূপ নেই, যারা কবিগানের পৃষ্ঠপোষক ছিলেন তারাও কখনো লিখে রাখেন নি। 

পৌরাণিক, সামাজিক, হরগৌরী রাধাকৃষ্ণ বিষয়ক তত্ত্বকথা এবং লীলারস বিতর্কের মাধ্যমে শোনানো ও প্রচারই ছিল তাদের লক্ষ। স্বল্প শিক্ষিত ও অশিক্ষিত রুচিহীন লোকের মনোরঞ্জন মানসে নিম্নরুচির কথাও কবিগানে ওঠে আসত। হিন্দু সমাজেই কবি গানের প্রসার ঘটেছিল এবং তা বেশি সমাদৃত ছিল ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ