কৃষ্ণের পরিচয়ের স্বরূপ কী? সংক্ষেপে আলোচনা কর

কৃষ্ণের পরিচয়ের স্বরূপ কী? সংক্ষেপে আলোচনা কর

কৃষ্ণের পরিচয়ের স্বরূপ কী সংক্ষেপে আলোচনা কর
কৃষ্ণের পরিচয়ের স্বরূপ কী? সংক্ষেপে আলোচনা কর

উত্তর : যৌবনের রতি শুরু হওয়ার পূর্বেই আইহনের সাথে রাধার বিয়ে হয়। তাই কৃষ্ণের প্রেম প্রস্তাবকে রাধা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ধীরে ধীরে রাধা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে। 

রাধা মিলনের পর কৃষ্ণ উন্মনা। কৃষ্ণ রাধার ধারে কাছেও আসে না। কৃষ্ণের সঙ্গে রাধার দেখা হলে, রাধা রতি কামনা করে। তখন কৃষ্ণ রাধার মনোযোগকে অন্যদিকে ফিরিয়ে নিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে । নিজের পরিচয় দান কালে কৃষ্ণ বলেছে--

উত্তমকুলে আমার জন্ম। তাই পরস্ত্রী গ্রহণ নিষেধ। কৃষ্ণ-মুকুন্দ, হরি, নারায়ণ। জগৎকে পাপমুক্ত করতে সে যুগে যুগে অবতীর্ণ হয়। 

যেমন রাবণ দুর্বার হয়ে উঠলে রাম হয়ে সে রাবণ বধ করেছে। এছাড়া অসুর নিধনই তার প্রধান কাজ। কৃষ্ণ নিজের এসব আত্মপরিচয়ের বর্ণনা দিয়ে রাধাকে দূরে থাকতে বলেছে। তাই রাধা যেন কৃষ্ণের আশা ত্যাগ করে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ