কৃষ্ণ বিরহে মৃত প্রায় রাধার এ অবস্থার বর্ণনা দাও
কৃষ্ণ বিরহে মৃত প্রায় রাধার এ অবস্থার বর্ণনা দাও
![]() |
কৃষ্ণ বিরহে মৃত প্রায় রাধার এ অবস্থার বর্ণনা দাও |
উত্তর : প্রেমের অপর নাম আত্মসমর্পণ। দার্শনিকের একথাই রাখার ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। রাধা আইহনের স্ত্রী গোপবধূ। অল্প বয়সেই তার বিবাহ হয়। তাই রাধা কৃষ্ণের প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে। কৃষ্ণকে রাখাল বালক বলে গালি দেয়।
অচিরেই রাধার ভুল ভাঙে এবং কৃষ্ণের প্রেমে সাড়া দেয়। কিন্তু রাধা সঙ্গোগে কৃষ্ণের চৈতন্যোদয় হয়। রাধাকে ভুলে অনু নিধনে নিজেকে নিবৃত্তki করে। রাধার সাথে রূঢ় ব্যবহার করে। কৃষ্ণের ব্যবহারে রাধা বলেছে- কৃষ্ণ পৃথিবীর শ্রেষ্ঠ, রাধা সামান্য।
সুতরাং এ সামান্যকে মেরে লাভ কি তার। তাই কৃষ্ণ যেন রাধার পূর্বকার অপরাধ ভুলে গিয়ে রাধার প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং রাধার রতি বাসনা পূর্ণ করে। আলোচ্য পঙক্তিতে রাধার এ আক্ষেপের সুরটিই ঝংকৃত হয়েছে।