কৃষ্ণের প্রতি রাধার ব্যাকুলতা দেখে বড়ায়ি ব্যঙ্গবিদ্রূপ করেছিল কেন লেখ

কৃষ্ণের প্রতি রাধার ব্যাকুলতা দেখে বড়ায়ি ব্যঙ্গবিদ্রূপ করেছিল কেন লেখ

কৃষ্ণের প্রতি রাধার ব্যাকুলতা দেখে বড়ায়ি ব্যঙ্গবিদ্রূপ করেছিল কেন লেখ
কৃষ্ণের প্রতি রাধার ব্যাকুলতা দেখে বড়ায়ি ব্যঙ্গবিদ্রূপ করেছিল কেন লেখ

উত্তর : রাধা বড়ায়িকে বলছে যে, সে রাতে কৃষ্ণকে স্বপ্নে দেখেছে। কৃষ্ণ ছাড়া তার চিত্তে অন্য কেউ নেই। মদন পঞ্চবাণ হানে, তাতে রাধার প্রাণ দগ্ধ হয়। দক্ষিণের মলয় বাতাসে তার শরীর আকুল হয়। বড়ায়িকে অনুরোধ করে রাধা কৃষ্ণকে যেন এনে দেয়, রতি সুখে রজনী কাটাবে সে। 

রাধার বাহুর বলয় খসে পড়ে, সারাক্ষণ অনিমেষ নয়নে সে কৃষ্ণ পথ পানে চেয়ে থাকে। রাধার এসব কথা শুনে ও ব্যাকুলতা দেখে বড়ায়ি রাধাকে তিরস্কার করে। বড়ায়ি তাকে স্মরণ করে দেয় কৃষ্ণের প্রতি তার অতীত আচরণের কথা। 

অতীতে কৃষ্ণ যখন বড়ায়ির হাতে কর্পূর, তাম্বুলাদি পাঠিয়েছিল তখন রাধা সেসব বড়ায়ির মাথায় ভেঙেছিল। এখন তবে কেন রাধার মন ঘুস ঘুস করে পুড়ছে। বড়ায়ি পরামর্শ দেয় রাধা যেন তার নবীন যৌবন পুটুলি বেঁধে রাখে। 

কৃষ্ণের জন্য বড়ায়ি রাধাকে বিস্তর অনুরোধ জানিয়েছিল, কিন্তু রাধা তখন তা প্রত্যাখ্যান করেছে। এখন কৃষ্ণের জন্য রাধার প্রাণ যায়। কিন্তু বড়ায়ি কি উপায় করবে। তাই রাধাকে মৃদু ভর্ৎসনা করে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ