কহ, কোথা তুমি রেখেছ তাহারে, লঙ্কানাথ?” . - ব্যাখ্যা কর।
কহ, কোথা তুমি রেখেছ তাহারে, লঙ্কানাথ?” . - ব্যাখ্যা কর।
![]() |
কহ, কোথা তুমি রেখেছ তাহারে, লঙ্কানাথ?” . - ব্যাখ্যা কর। |
উত্তর মেঘনাদবধ কাব্যে রাবণের স্ত্রী চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গর্ভজাত একমাত্র সন্তান বীরবাহু। রাবণ সীতা হরণ করে লঙ্কায় আনার কারণে রাম-লক্ষ্মণ লঙ্কা আক্রমণ করে সীতাকে উদ্ধারের জন্য।
এ যুদ্ধে বীরবাহু মারা যায়। পুত্র শোকাকুলা চিত্রাঙ্গদা স্বামী ( রাবণের কাছে এসে কৈফিয়ত চায় এবং বলে যে, মাত্র একটি সন্তান তাকে বিধি দিয়েছিল এবং পক্ষীমাতা যেমন পক্ষীছানাকে শত্রুর হাত থেকে রক্ষা করতে গাছের খোলে রাখে, তেমনি ছেলে বীরবাহুকে সে শক্তিশালী রাজা রাবণের কাছে রেখেছিল — এখন তার সে ধন রাবণ ফিরিয়ে দিক