কাটিল ঘাআত লেখুরস দেহ কত কে কোন প্রসঙ্গে বলেছে আলোচনা কর
কাটিল ঘাআত লেখুরস দেহ কত কে কোন প্রসঙ্গে বলেছে আলোচনা কর
![]() |
কাটিল ঘাআত লেখুরস দেহ কত কে কোন প্রসঙ্গে বলেছে আলোচনা কর |
উত্তর : মানুষ কখনো তার কষ্টের স্মৃতি ভুলতে পারে না। সুখে থাকলেও বিভিন্ন কারণে মানুষের অতীত রোমন্থন স্বভাবগত প্রবৃত্তি। এ প্রসঙ্গে কৃষ্ণ বড়ায়িকে উদ্দেশ্য করে বলেছে।
কৃষ্ণ রাধা প্রেমের প্রথমাবস্থায় নানা নির্যাতন সহ্য করেছেন, অপমানিত হয়েছেন। রাধা সম্ভোগের পর রাধার বিরহ যখন চরমে ঠিক তখনই কৃষ্ণকে মথুরায় চলে যায়।
এদিকে কৃষ্ণ শোকে রাধার প্রাণ যায় যায় অবস্থা। রাধার এ অবস্থায় বড়াই কৃষ্ণ ফিরিয়ে আনার জন্য মথুরায় গমন করে এবং রাধার প্রতি দয়ার্দ্র হওয়ার জন্য অনুরোধ জানায়।
কিন্তু কৃষ্ণ রাধার অপমানের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। তাইতো বড়াই যতই কৃষ্ণের কাছে রাধা বিরহের কথা বলেছে কৃষ্ণ ততই যন্ত্রণায় দক্ষ হয়েছে।
রাধা বিরহের কথা কৃষ্ণের কাছে যেন কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো। সুতরাং কাটা ঘায়ে লেবুর রস যেমন দগ্ধ করে, যন্ত্রণা দেয় ঠিক তেমনি রাধার কথা কৃষ্ণের কাছে যন্ত্রণা মনে হয়।
পরিশেষে একথাই বলা যায় যে, অতীতের স্মৃতিচারণ মানুষকে বেশি মর্মস্পর্শী করে তোলে। ভাই রাধার বাক্য জ্বালা কৃষ্ণ স্মরণ করাতে পুরাতন বেদনায় মুষড়ে পড়েছে।