কালকেতুর জন্ম ইতিহাস আলোচনা কর
কালকেতুর জন্ম ইতিহাস আলোচনা কর।
![]() |
কালকেতুর জন্ম ইতিহাস আলোচনা কর। |
উত্তর: ব্যাধ ধর্মকেতুর ঔরসে নিদয়ার গর্ভে কালকেতুর জন্ম। কালকেতু মূলত স্বর্গভ্রষ্ট শাপগ্রস্ত নীলাম্বর। নীলাম্বর স্বর্গে শিব পূজক। গৌরী শিবের কাছে পূজা পাওয়ার ইচ্ছা ব্যক্ত করে তার পূজার ব্যবস্থা করার অনুরোধ জানায়।
নীলাম্বর শিবকে পূজার অর্ঘ্য হিসেবে ফুল দেয়। কিন্তু সে ফুলের মধ্যে গৌরী পোকার রূপ ধারণ করে অবস্থান নেয়। শিবের সামনে নীলাম্বর ফুল দিলে সে ফুলে কীট থাকার কারণে শিব নীলাম্বরকে অভিশাপ দেয় এবং অভিশপ্ত নীলাম্বর ব্যাধ ধর্মকেতুর ঘরে চণ্ডী পূজার নিমিত্তে কালকেতু হয়ে জন্মগ্রহণ করে।