কালকেতুর বিবাহের কাহিনী সংক্ষেপে লেখ
কালকেতুর বিবাহের কাহিনী সংক্ষেপে লেখ।
![]() |
কালকেতুর বিবাহের কাহিনী সংক্ষেপে লেখ। |
উত্তর: অভিশপ্ত নীলাম্বর স্বর্গচ্যুত হয়ে ব্যাধ ধর্মকেতুর ঘরে জন্মগ্রহণ করে কালকেতু নাম ধরে। পক্ষান্তরে নীলাম্বরের স্ত্রী ছায়াও ব্যাধ সঞ্জয়কেতুর ঘরে জন্ম নিয়ে ফুল্লরা নামে বড় হতে থাকে। সঞ্জয়কেতুর স্ত্রী হীরামতী কালকেতুর মা নিদয়ার সাথে বাজারে মাংসের পসরা দেয়।
একদিন কালকেতু মায়ের সাথে বাজারে গেলে হীরামতী তাকে দেখে মুগ্ধ হয়, এবং মেয়ে ফুল্লরার সাথে তার বিয়ের প্রস্তাব দেয় নিদয়ার কাছে।
অতঃপর কালকেতুর পক্ষ হতে ফুল্লরাদের বাড়িতে বিয়ের জন্য ঘটক পাঠানো হয় এবং সামাজিকভাবে ফুল্লরার সাথে কালকেতুর বিবাহ সম্পন্ন হয়।