কালকেতুর বাল্যলীলার বর্ণনা দাও
কালকেতুর বাল্যলীলার বর্ণনা দাও।
![]() |
কালকেতুর বাল্যলীলার বর্ণনা দাও। |
উত্তর: ব্যাধ ধর্মকেতুর ঘরে অভিশপ্ত নীলাম্বর জন্মগ্রহণ করে। ছয় মাস বয়সে ছাগ মেঘ বলি দিয়ে ওদন করিয়ে দৈবঞ্চ এনে কালকেতু নাম রাখা হয়। ২/৩ বছর পেরোতে না পেরোতেই কালকেতু ভল্লুক শরভ ধরে খেলা করে।
দিনে দিনে কালকেতুর শরীর এবং চলাফেরা হাতির মত হতে থাকে। হাত দুটো শাবলের মত শক্ত। বাল্যে তার গলে জালের কাঠি, হাতে লোহার শিকলী পরানো হত। সে শিশুদের সর্দার ছিল। যার সাথে সে খেলা করত তার জীবন সংশয় হয়ে উঠত।
খেলার সাথীদের ধরে ধরে আছড়ে মারে, ভয়ে তার কাছে কোন বালক ঘেঁষত না। সহ সঙ্গীদেরকে নিয়ে কালকেতু শশারু তাড়া করে, বাট্যুল দিয়ে পাখি মেরে লতায় বেঁধে আনে। দিন ক্ষণ দেখে তার হাতে ধনুক তুলে দেওয়া হয়।
বাবা ধর্মকেতুর সাথে সে বনে শিকারে গিয়ে আগে আগে চলে এবং ধনুক ছাড়াই তাড়িয়ে হরিণ ধরে। এভাবেই ব্যাধ নন্দন কালকেতু তার বাল্যকাল কাটায়।