কালকেতু কেন ভাঁড়ুদত্তের মণ্ডলী কেড়ে নেয়
কালকেতু কেন ভাঁড়ুদত্তের মণ্ডলী কেড়ে নেয়?
![]() |
কালকেতু কেন ভাঁড়ুদত্তের মণ্ডলী কেড়ে নেয়? |
উত্তর: ভাঁড়দত্ত গুজরাটের হাটে মণ্ডলীর নাম করে সমস্ত দোকানদারের কাছ থেকে মালামাল জোর করে নিয়ে যায়। হাটুরিয়ারা রাজার কাছে নালিশ জানালে কালকেতু দূত পাঠিয়ে ভাঁডুকে ডেকে এনে ভর্ৎসনা করে এবং ভাঁডুকে দেয় দায়িত্ব হরণ করে নেয়।
ভাঁড় ক্ষোভে দুঃখে অপমানে কালকেতুকে জানায় যে— তারই কথায় এ রাজ্যে প্রজা বসতি গেড়েছে, ফলে ভাঁড়র সাথে এ হেন দুর্ব্যবহার করা ঠিক হচ্ছে না। কালকেতুর বুঝা উচিত যে, মাত্র তিন গোটা শর আর এক গোটা বাঁশ দিয়ে কালকেতুর স্ত্রী হাটে হাটে পসরা দিত।
অথচ আজ ভাগ্যগুণে কালকেতু রাজা এবং ভাঁড় দুর্ভাগ্যবশত তার প্রজা। আজ কালকেতু তাকে যে অপমান করল তার প্রতিশোধ ভাঁড় নিয়েই ছাড়বে।
সে বাপ-দাদার নামে শপথ করে বলে যে, রাজা কালকেতুর হাতি-ঘোড়া সে হাটে বেচিয়ে তাকে পথের কাঙাল করে ছাড়বে এবং তার স্ত্রী ফুররাকে আবার হাটে হাটে মাংস বেচিয়ে ছাড়বে|