কালকেতু উপাখ্যানে মুকুন্দরামের কৃতিত্বের পরিচয় দাও
'কালকেতু উপাখ্যানে' মুকুন্দরামের কৃতিত্বের পরিচয় দাও ।
![]() |
কালকেতু উপাখ্যানে' মুকুন্দরামের কৃতিত্বের পরিচয় দাও । |
তার কাব্যে নিম্নবিত্ত শ্রেণীর জীবনচিত্র অংকনে রাজার অত্যাচার, পশু শিকার, খাদ্য- খাবার, দারিদ্র্য, অভাব, সংকট বিয়ে এবং বিভিন্ন বিত্ত ও চিত্তের মানুষের স্বরূপ বিশেষ বাস্তবতায় তুলে এনেছেন। তার ভাষা স্থানোপযোগী ও বিষয়ানুগ যথার্থ শব্দ যোজনায় উদ্দিষ্টরস স্পষ্টভাবে উচ্চকিত হয়েছে।
ত্রিপদী ও অন্তমিলসম্পন্ন স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করাই বিষয় বর্ণিত হয়েছে সহজ উপায়ে। অনুপ্রাস, উপমা, বক্রোক্তি, শেষ, প্রবাদ বারমাস্য ইত্যাদির যথাযথ প্রয়োগের মাধ্যমে মঙ্গলকাব্যের সীমাবদ্ধ রীতির মধ্যেও শিল্পী কালকেতুকে বিষয় ও শিল্পগুণে সমৃদ্ধ করে তুলেছেন।