কালকেতু ও ক্ষুদ্ররা কীভাবে সংসার চালাত
কালকেতু ও ক্ষুদ্ররা কীভাবে সংসার চালাত ?
কালকেতু ও ক্ষুদ্ররা কীভাবে সংসার চালাত ?
উত্তর: কালকেতু ব্যাধ, পশু শিকার তার পেশা। কালকেতু হাতির শুঁড় ধরে আছড়ে মেরে ফেলে এবং হাতির দাঁত তুলে আনে। ফুল্লরা বাজারে হাতির দাঁত বিক্রি করে। কালকেতু মহিষ শিকার করে ফুল্লরা তার শিং বেচে।
বাঘ মেরে তার নখ ঘুদের বিনিময়ে বিক্রি করে। এবং চামড়া বিক্রি করে বাজারে। এমনিভাবে কালকেতু বনের বিভিন্ন ছোট বড় পশু বধ করে।
ফুল্লরা তার কোনটার মাংস, কোনটার চামড়া, নখ, শিং ইত্যাদি বিক্রি করে। এমনিভাবে ব্যাধ দম্পতি তাদের সংসার চালায়।