কালকেতু কীভাবে মুক্তি পায়
কালকেতু কীভাবে মুক্তি পায়?
কালকেতু কীভাবে মুক্তি পায়?
উত্তর: কালকেতু দেবী চণ্ডীর কথামত তারই ধনে গুজরাট নগর পত্তন করায় তার এ বন্দী দশা। চণ্ডী কারাগারে গিয়ে পৌঁছলে কালকেতু তার কাছে জানায় যে, ব্যাধ জীবনই ভার ভাল ছিল।
চণ্ডী তাকে বলে যে, পশুবধ করায় কালকেতু যে পাপ করেছিল আজ বন্দী হয়ে -তা ঘুচে গেল। অতঃপর দেবী কলিঙ্গরাজকে স্বপ্নে বলে দেয় যে, সে যেন কালকেতুকে মুক্ত করে গুজরাটের রাজা হিসেবে সসম্মানে সেখানে পাঠিয়ে দেয়।
দেবীর কথামত কলিঙ্গরাজ কালকেতুকে মুক্ত করে গুজরাটের রাজা হিসেবে তাকে গুজরাটে নিয়ে কলিঙ্গরাজ নিজ হাতে কালকেতুর ভালে রাজটীকা পরিয়ে দেয়।