কৃষ্ণকে না পেলে রাধা কী করবে বলে ইচ্ছা পোষণ করে
কৃষ্ণকে না পেলে রাধা কী করবে বলে ইচ্ছা পোষণ করে
অথবা, “কৃষ্ণ শোকে রাধা পাগল প্রায়’–তোমার নিজের ভাষায় উপস্থাপন কর
![]() |
কৃষ্ণকে না পেলে রাধা কী করবে বলে ইচ্ছা পোষণ করে |
উত্তর : কৃষ্ণ বিহনে রাধার ধন যৌবন সবই অসার। সে গজমুকুতার হার ছিঁড়ে ফেলবে। মুছে ফেলবে সে মাথার সিঁদুর। বাহুর বলয় ভেঙে রাধা চূর্ণবিচূর্ণ করবে। বড়ায়িকে অনুরোধ জানাচ্ছে প্রাণ দান করার জন্য।
রাধা আপন দৈব দোষে কৃষ্ণকে হারিয়েছে। তাই সে কেশ মুণ্ডন করে সাগরে যাবে। যোগিনী রূপ ধরে দেশান্তরী হবে। রাধা এখানে বলছে যে, যদি কর্মফলে সে কৃষ্ণকে না পায়, তবে হাতে তুলে গরল অর্থাৎ বিষ পান করবে। কৃষ্ণের সাথে রাধা রতিক্রিয়া সাধন করতে পারেনি।
তার মনে হচ্ছে তার আঁচলের ধনকে বিধাতা যেন হরণ করে নিয়েছে। এখন রাধার একমাত্র ভরসা ও আশ্রয়স্থল বড়ায়ি । বড়ায়িই এখন রাধার প্রতিকার করতে পারে। একবার কৃষ্ণকে এনে দিয়ে রাধার প্রাণ রক্ষা করতে পারে।
মাথায় শম্ভুসম খোঁপা, সিঁথিতে সিঁদুর, এ দেখে কৃষ্ণ কেন পালিয়ে গেল রাধা তা বুঝতে পারছে না। তাই কৃষ্ণ শোকে রাধা পাগল প্রায় ।