জল বিনু মীন যেন ছটপট করে তাহাতে ফেলিল পুনি অগ্নির ভিতরে ব্যাখ্যা কর

জল বিনু মীন যেন ছটপট করে।
তাহাতে ফেলিল পুনি অগ্নির ভিতরে।”- ব্যাখ্যা কর।
জল বিনু মীন যেন ছটপট করে।  তাহাতে ফেলিল পুনি অগ্নির ভিতরে।”- ব্যাখ্যা কর।

জল বিনু মীন যেন ছটপট করে।

তাহাতে ফেলিল পুনি অগ্নির ভিতরে।”- ব্যাখ্যা কর।


উত্তর : আলোচ্য উপমাটি সৈয়দ আলী আহসান সম্পাদিত ও পণ্ডিত কবি আলাওল বিরচিত 'পদ্মাবতী' কাব্যের 'রাজা রত্নসেন সতী খণ্ড' হতে চয়নিত। রত্নসেন যোগীবেশে ধ্যান করার পরও পদ্মাবতীকে দেখতে না পাওয়ায় যে যন্ত্রণা তা এখানে সুনিপুণভাবে উচ্চকিত হয়েছে।

শুকপাখির মুখে পদ্মাবতীর রূপ বর্ণনা শুনে চিতোরের রাজা রত্নসেন যোগীবেশে রাজ্য ত্যাগ করেন এবং পদ্মাবতীকে পেতে গৃহত্যাগ করেন। শুকপাখির কাছ থেকে সে জেনেছে যে পদ্মাবতী তাকে ভালোবাসে। পঞ্চমী তিথিতে পূজা করতে এসে পাহাড়ের মন্দিরের পাদদেশে তাদের দেখা হবে। পদ্মাবতী ঠিকই পঞ্চমী তিথিতে পূজায় যখন পাহাড়ে এলো তখনি রত্নসেন তাকে এক নজর দেখতে না দেখেতেই অজ্ঞান হয়ে যায়। চেতন হয়ে সে দেখে পদ্মাবতী চলে গেছে। রত্নসেন এখন উন্মাদ প্রায়। না দেখেছিল একরকম ছিল, কিন্তু একনজর দেখায় রত্নসেন এখন হারানোর ব্যথায় শোকাকুল। সে এখন কেঁদে কেটে অস্থির। এখন প্রেমানুরাগে রত্নসেনের চিত্তদাহ শুরু হয়েছে। জলের মাছ ডাঙায় তুললে মাছ যেমন জলের জন্য ছটফট করে রত্নসেনও তেমনি করছে। জলন্ত উনানে কড়াইয়ের উপর মাছ যেমন করে রত্নসেনের অবস্থা এখন তেমন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ