গুজরাটে বসবাস স্থাপনকারী বিভিন্ন শ্রেণীর মুসলমানের বৃত্তিগত পরিচয় দাও
গুজরাটে বসবাস স্থাপনকারী বিভিন্ন শ্রেণীর মুসলমানের বৃত্তিগত পরিচয় দাও ।
![]() |
গুজরাটে বসবাস স্থাপনকারী বিভিন্ন শ্রেণীর মুসলমানের বৃত্তিগত পরিচয় দাও । |
উত্তর: রাজা কালকেতু গুজরাট নগর পত্তনের পর কলিঙ্গ নগর ছেড়ে গুজরাটে বিভিন্ন শ্রেণীর মুসলমানেরা বসতি স্থাপন করে।
তাদের মধ্যে— সৈয়দ, মৌলানা, কাজি, জোলা, মুকেরি, পিঠারি, কাকাড়ি, কেউ বা হিন্দু হতে মুসলমান হয়ে গরসাল নাম ধারণ করেছে, তাছাড়া সানাকার, হাজাম, কাগজী, কসাই প্রভৃতি।