ফুল্লরার বারমাসের দুঃখ বর্ণনার কারণ কী
ফুল্লরার বারমাসের দুঃখ বর্ণনার কারণ কী?
ফুল্লরার বারমাসের দুঃখ বর্ণনার কারণ কী?
উত্তর: কালকেতু সুন্দরী এক ষোড়শীকে নিয়ে এসেছে। মেয়েটি সতিনের জ্বালায় স্বামিগৃহ ত্যাগ করেছে।
ফুল্লরা সপত্নীবাদের শঙ্কায় মেয়েটিকে স্বামিগৃহে ফিরে যাওয়ার জন্য নানাভাবে বুঝিয়েও যখন কোন কাজ হয় নি, তখন ফুল্লরা তার দাম্পত্য জীবন কী গভীর দারিদ্র্য ও সংকটে চলে তার বর্ণনা দেয়, যাতে মেয়েটি তার স্বামীর ঘাড়ে না চেপে বসে।