দেবী কালকেতুর ঘরে আসার পর ফুল্লরা হাটে গিয়ে কালকেতুকে কী কী বলেছিল
দেবী কালকেতুর ঘরে আসার পর ফুল্লরা হাটে গিয়ে কালকেতুকে কী কী বলেছিল?
দেবী কালকেতুর ঘরে আসার পর ফুল্লরা হাটে গিয়ে কালকেতুকে কী কী বলেছিল?
উত্তর: সুন্দরী রূপী দেবীকে নানা কথা দিয়েও ফুল্লরা বাড়ি ত্যাগ করাতে না পেরে সে কাদতে কাদতে চোখ রাঙা করে হাটে কালকেতুর কাছে গিয়ে তাকে বলেছে যে, লঙ্কার রাবণ রামের স্ত্রী সীতাকে হরণ করে এনে যেমন ধ্বংস হয়েছিল, কালকেতুও সেই পাপে আত্মনিয়োগ করেছে।
পিঁপড়ার পাখা ওঠে মরবার জন্য। বামন হয়ে সে কেন চাদ ধরতে চায়। কালকেতু পরের স্ত্রী ঘরে এনেছে, সে কি জানে না যে, পাশেই দুর্দান্ত কলিঙ্গরাজ রয়েছে, এ খবর পেলে কালকেতুর আর রক্ষে নেই।