দেবী চণ্ডীকে দেখে ফুল্লরা কী উপদেশ দিয়েছিল এবং কেন
দেবী চণ্ডীকে দেখে ফুল্লরা কী উপদেশ দিয়েছিল এবং কেন?
দেবী চণ্ডীকে দেখে ফুল্লরা কী উপদেশ দিয়েছিল এবং কেন?
উত্তর: ফুল্লরা বাড়িতে এসে সুন্দরী ষোড়শী রূপী দেবীকে দেখতে পায় এবং জানতে পারে যে কালকেতু তাকে নিয়ে এসেছে। ফুল্লরা শঙ্কিত হয়ে ওঠে সপত্নীবাদের ভাবনায়। ষোড়শীকে সে ভাড়াতে চায়। তাই ফুল্লরা তাকে স্বামীগৃহে ফিরে যেতে পরামর্শ দেয়।
কেননা স্বামীই হচ্ছে নারীদের সব। স্বামী হচ্ছে নারীর সুখদাতা। স্বামী ভিন্ন নারীকে অন্য কেউ সুখ দিতে পারে না। স্ত্রীর স্থান একমাত্র স্বামীগৃহে। তাই রাবণের সাথে রামের যুদ্ধ হল। অভিজাত নারী স্বামীগৃহ ছাড়ে না।
সতিনের সাথে কোন্দল করে ঘর ছাড়লে সতিন একচ্ছত্র অধিকার পেয়ে যায়। কিন্তু শত বলাতেও দেবী ফুরবার গৃহ ছাড়ে না।