দেবী চণ্ডী কালকেতুকে ধন দিয়ে কী বলেছিল
দেবী চণ্ডী কালকেতুকে ধন দিয়ে কী বলেছিল?
দেবী চণ্ডী কালকেতুকে ধন দিয়ে কী বলেছিল? |
উত্তর: দেবী চণ্ডী মর্ত্যের মানুষের কাছে পূজা পেতে ব্যাধ কালকেতুকে ধন-সম্পদ দিয়ে বলেছে যে, কালকেতু যেন দেবীর মন্দির স্থাপন করে। প্রতি মঙ্গলবারে যেন দেবীর পূজা করা হয়। কালকেতু গুজরাট নগরের রাজা হবে।
কালকেতু উত্তম ব্রাহ্মণ দিয়ে যেন পূজার ব্যবস্থা করে। যদিও কালকেতুর জন্ম নীচ কুলে, কিন্তু দেবী প্রদত্ত ধনের বিনিময়ে কালকেতু উত্তম মানুষ বনে যাবে।