চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থ সৃষ্টির কারণ হিসেবে কবি কী বলেছেন

'চণ্ডীমঙ্গল' কাব্যগ্রন্থ সৃষ্টির কারণ হিসেবে কবি কী বলেছেন?

'চণ্ডীমঙ্গল' কাব্যগ্রন্থ সৃষ্টির কারণ হিসেবে কবি কী বলেছেন?
'চণ্ডীমঙ্গল' কাব্যগ্রন্থ সৃষ্টির কারণ হিসেবে কবি কী বলেছেন?

উত্তর:
কবির আবাসস্থল ছিল দামিন্যা। সেখানে ছয়-সাত পুরুষ ধরে কবিদের বসবাস এবং তারা চাষাবাসে বসবাস করছিল। কিন্তু শুরু হয় রাজা এবং তার পারিষদ কর্তৃক প্রজাপীড়ন। ফলে টাকার জিনিস পয়সায় বেচে দিয়ে প্রজারা দেশ ত্যাগ শুরু করে। 

কবিও দামিন্যা ছেড়ে চলে যান, যেতে পথে দেবী চণ্ডীর সাথে দেখা হয়। পরে স্বপ্নে দেবী এসে হাতে কলম কাগজ নিয়ে কবিকে মন্ত্র দীক্ষা দিলেন। সেই মগ্ন বলে কবি কবিত্ব শক্তি অর্জন করেন। অতঃপর দেবীর আদেশে কবি 'চণ্ডীমঙ্গল' কাব্য রচনা করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ