বৈষ্ণবপদাবলী সীমিত অর্থে গীতিকবিতা কেন

বৈষ্ণবপদাবলী সীমিত অর্থে গীতিকবিতা”- কেন?
বৈষ্ণবপদাবলী সীমিত অর্থে গীতিকবিতা”- কেন

বৈষ্ণবপদাবলী সীমিত অর্থে গীতিকবিতা”- কেন?


উত্তর:গীতিকবিতা বলতে গীত ও কবিতার সংমিশ্রণ বোঝায়। আধুনিক দৃষ্টিতে কবির ব্যক্তিগত ভাব সংগীতমুখর ছন্দে আবদ্ধ হলে তা গীতিকবিতা হয়। রাধা-কৃষ্ণের প্রেমকে আশ্রয় করে রচিত বলে বৈষ্ণব পদের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু লক্ষ করলে দেখা যাবে বৈষ্ণব পদগুলোতে ধর্ম মুখ্য হয়ে দেখা দেয়নি। 

গীতিকবিতার উদ্দিষ্ট লক্ষ্য মানবরস, পদাবলীতে মানবরস থাকলেও তা ধর্মরসে জীবিত। গীতিকবিতার বিষয় লৌকিক, কিন্তু বৈষ্ণবপদ অধ্যাত্ম। আধুনিক রসশাস্ত্রের নয়টি রসই গীতিকবিতার বিষয়, কিন্তু পদাবলীতে মধুর রসই অধিক। এ কবিতায় ভাব ও ছন্দ বিচিত্র নয়। পদাবলীতে স্বাধীনভাবে শব্দ ব্যবহার করতে পারে না। 

নানা সীমাবদ্ধতার কারণে বৈষ্ণব কবিতা ভাবের দিক থেকে গীতিকবিতা কিন্তু আক্ষরিক অর্থে গীতিকবিতা নয় বরং সীমিত অর্থে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ