সব মিলিয়ে বাকুলিয়ার হুরমতি সুন্দরী আজ বিশ্বের অপরূপা উক্তিটির যথার্থতা লেখ
সব মিলিয়ে বাকুলিয়ার হুরমতি সুন্দরী আজ বিশ্বের অপরূপা উক্তিটির যথার্থতা লেখ।
![]() |
সব মিলিয়ে বাকুলিয়ার হুরমতি সুন্দরী আজ বিশ্বের অপরূপা উক্তিটির যথার্থতা লেখ |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের পতিতা চরিত্র হুরমতি।
মালু যখন ফেলু মিঞার বউকে তার বাপের বাড়ি রেখে এসে কুমিল্লা স্টেশনে বসেছিল তখন তার সাথে দেখা হয় হুরমতির। হুরমতিকে দেখেই চমকে উঠে মালু। হুরমতি ঠোঁটে রঙ লেপেছে। কাউফলের কোয়ার মতো রসমেদুর টুকটুকে লাল ঠোঁট।
চোখের নিচে গালের টোলে হাল্কা পোচের গোলাপি আভা। নিটোল দেহের উদ্ধত ভাঁজে সিল্কের পাতলা শাড়ির বাধনটা যেন নিলাজ আমন্ত্রণ। কাঁধের কিনার ঘেঁষে পিঠ ছুঁয়ে আঁচলটা ওর নেমে এসেছে মাটি অবধি। আঁচলের লতাপাতা আঁকা প্রান্তটা লুটোচ্ছে ধুলায়।
জুতো পরেছে হুরমতি। গোড়ালি তার এক বিঘতেরও উঁচু। অমন জুতো মালু দেখেনি আগে। হুরমতির সাজসজ্জা দেখে মালুর মনে হয়েছে— “সব মিলিয়ে বাকুলিয়ার হুরমতি সুন্দরী আজ বিশ্বের অপরূপা।”