রাবু ব্রেবোর্ন কলেজের ভলান্টিয়ার হয়ে কোন কাজগুলো করেছিল তার একটি তালিকা দাও
রাবু ব্রেবোর্ন কলেজের ভলান্টিয়ার হয়ে কোন কাজগুলো করেছিল? তার একটি তালিকা দাও ।
![]() |
রাবু ব্রেবোর্ন কলেজের ভলান্টিয়ার হয়ে কোন কাজগুলো করেছিল? তার একটি তালিকা দাও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে বাকুলিয়ার সৈয়দ বাড়ির দরবেশের কন্যা রাবু রাবু কলাকতার থেকে পড়ালেখা করতো।
দাঙ্গার সময়ও সে কলকাতাতেই ছিল। হিন্দু-মুসলিম সম্প্রীতি এবং শান্তির জন্য, দাঙ্গাবাজদের রুখবার জন্য যে শান্তি কমিটি গঠিত হয় রাবু সেই কমিটির মেম্বার হয়। ব্রেবোর্ন কলেজের ইভাকুই ক্যাম্পের ভলান্টিয়ার হয়ে নিম্নোক্ত কাজগুলো করেছিল ।
সে কলাবাগানে যায়, সেখানে বস্তির লোকদের নিয়ে রায়ট ঠেকায়; কাউকে রায়ট করতে দেয় না। বাইরে থেকে গুণ্ডারা রায়ট করতে গেলেও রাবু লোকজন নিয়ে তাদের হটিয়ে দেয় । তিলজলার প্রায় সব বাড়িতেই লুটের মাল মজুদ ছিল রাবু তা জানতে পারে।
রাবু সেখানে যায় তাদের অনুরোধ করে ও ছোটখাটো একটি বক্তৃতা দিলে তারা লুটের সব মাল রাবুদের হাতে তুলে দেয় এবং ওগুলো যাদের মাল তাদের ফেরত দিতে বলে। রাবুর বক্তৃতায় উৎসাহবোধ করে তারা রাবুকে বলে- “যারা চলে গেছে ঘর ছেড়ে অন্য পাড়ায়, তাদের ফিরিয়ে নিয়ে এস আমরাই তাদের পাহারা দেব।
এভাবে রাবু ব্রেবোর্ন কলেজের ভলান্টিয়ার হয়ে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে সমাজটাকে সাম্প্রদায়িকতার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে ।