রিহানা কোন কোন জিনিস দিয়ে ঘর সাজিয়েছিল তার একটি বর্ণনা দও
রিহানা কোন কোন জিনিস দিয়ে ঘর সাজিয়েছিল তার একটি বর্ণনা দও ৷
![]() |
রিহানা কোন কোন জিনিস দিয়ে ঘর সাজিয়েছিল তার একটি বর্ণনা দও |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালুর স্ত্রীর নাম রিহানা।
রিহানা ঘর সাজাতে ভালোবাসত, তাই সে নানা রকম জিনিস দিয়ে তার ঘরটাকে সাজিয়েছিল। এর মধ্যে রয়েছে একটা জাপানি পুতুল যার দাম ছিল সাড়ে তিনশ টাকা। এছাড়া ঘর সাজানোর জন্য সে বিলেতি, জাপানি নানা দেশের নানা সাইজের, নানা রঙের ফুলদানি ব্যবহার করেছিল।
তার কোনটা ছিল চীনেমাটির, কোনটা বাঁশের, কোনটা শেলাকের, কোনটা খাঁটি দেশি মাটির মসৃণ পালিশ করা, কোনটা পেতলের, নিরলংতার অথবা মোরাদাবাদী কাজ করা। এককথায় ঢাকার দোকানে যত দেশের যত কিসিমের ফুলদানি পাওয়া যায় সবই এনে ঘর সাজিয়েছিল রিহানা।
সেই ফুলদানিগুলো সে রেখেছিল ঘরের কোণে, শো-কেসের মাথায়, দরজার পাশে, বইয়ের তাকের ফাঁকে, কোথাও ফুলের গুচ্ছ, কোথাও বিনা ফুলে ফুলদানিগুলোর অবস্থান ছিল চোখে পড়ার মতো। এসব জিনিস দিয়েই মূলত রিহানা তার ঘরটা সাজিয়েছিল।