হাহাকার উঠে নিরন্নের কাফেলায় কেন ব্যাখ্যা কর
হাহাকার উঠে নিরন্নের কাফেলায় কেন ব্যাখ্যা কর ।
![]() |
হাহাকার উঠে নিরন্নের কাফেলায় কেন ব্যাখ্যা কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসে আলোচ্য উক্তিটিতে যুদ্ধের সময়ে ঘটে যাওয়া একটি ঘটনার উপর আলোকপাত করা হয়েছে।
যুদ্ধের সময় দরিদ্র মানুষেরা না খেতে পেয়ে অভাবের তাড়নায় রাস্তায় নেমে আসে ও শহরমুখী হয়। পথে তাদের তালতলির বাজার পড়ে সেখান থেকেও তারা ভিক্ষা শুরু করে। বড় দল, ছোট দল এভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে কিযানি মেয়ে বধূরা বাড়ি থেকে বের হয়ে আসে।
তালতলির বাজারের পাশে পাকুড় গাছের নিচে অনেকক্ষণ থেকেই একটা পরি দাঁড়িয়ে থাকে। সেই গভীর রাত থেকেই। আর লরীটি ছিল তেরপল দিয়ে ঢাকা। আচমকা তেরপলের পর্দা সরিয়ে তিনটি কি চারটি লোক ঝাঁপিয়ে পড়ে নিরন্নের কাফেলার উপর।
ছোঁ মেরে তুলে নেয় দুই কিষানি কন্যাকে। সঙ্গে সঙ্গে গর্জন করে ছুট দেয় গাড়িটা। ভয়ে আতঙ্কে ভেঙে যায় কাফেলার লাইন। কেউ পাশের ঝোঁপে, কেউ ক্ষেতে ছিটকে পড়ে। কেউবা প্রাণ ভয়ে দৌড় দেয় ক্ষেতের আল ধরে। কে যেন ডুকরে কেঁদে উঠে। হয়তো ঐ কিশোরীদের মা। আর তখন- “হাহাকার উঠে নিরন্নের কাফেলায়।