রমজানের পদবিগুলো সম্পর্কে যা জান লিখ
রমজানের পদবিগুলো সম্পর্কে যা জান লিখ।
![]() |
রমজানের পদবিগুলো সম্পর্কে যা জান লিখ |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্বিক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের অন্যতম খল চরিত্র রমজান।
পেশাগত হোক আর বংশগত হোক বাকুলিয়ার অনেক মানুষেরই নামের পিছনে ছিল পদবি। কেউ সৈয়দ, মিঞা, চৌধুরী, মুন্সী। কেউবা সারেং, মাঝি, ট্যালে। কিন্তু রমজান ছিল শুধুই রমজান। এমনকি রমজান মাঝিও না।
এ নিয়ে আফসোসের অন্ত ছিল না রমজানের। আফলোন থেকে যেন, যেন থেকে বিক্ষোভ, বিক্ষোভ থেকে বেপরোয়া নৃশংসতা, কূট কুটিল চক্রান্তের পথে রমজানের ছিল বিচিত্র অভিযান। সে অভিযান শেষে রমজান হয় তোয়াঙ্গর রমজান।
রমজান যখন রেঙ্গুনে কুলির সর্দার তখন তার নাম রমজান থেকে রমজান সর্দার হয়। তারপর ফেলু মিঞার নায়েব। মুখে যে যাই ডাকুক কাগজপত্রে নাম সইতেও তখন রমজান আলী। হুরমতির বেনিল নাফরমানিতে রমজানের আর একটি নাম রটে যায় কানকাটা রমজান।
যুদ্ধের সময় যুদ্ধের কনট্র্যাক্টর, জঙ্গি বাহিনীর মাল-মশলার যোগানদার হয়ে হুরমতির দেয়া নামটা মুছে ফেলে রমজান হয় শেখ রমজান। যুদ্ধের পরে পাকিস্তান এলে পাকিস্তানের দালালি করে রমজান হয় শেখ রমজান।
সর্বশেষ আমরা রমজানকে দেখি রামদয়ালের বাড়ি দখল করে সেই বাড়ির নাম নেয় কাজী বাড়ি এবং সর্বশেষ রমজান থেকে রমজান হয়ে যায় কাজী মোহাম্মদ রমজান। এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে রমজান তার নেশা ও পেশাটাকে ঠিক রেখে সমাজের উঁচুস্তরে নিজের জায়গা পাকা করে নেয় ।