দ্বিতীয় বার পথে ভাসল মালু ব্যাখ্যা কর

দ্বিতীয় বার পথে ভাসল মালু ব্যাখ্যা কর

দ্বিতীয়বার পথে ভাসল মালু ব্যাখ্যা কর
দ্বিতীয়বার পথে ভাসল মালু ব্যাখ্যা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালু। 

মালু বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায়; এবং গণি বয়াতির দলে মিশে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়ায়। আর দেখতে না দেখতেই মালু হয়ে পাড়ায়। গণি বয়াতির দলের প্রধান গায়েন। ঠিক এমন সময় গণি বয়াতির ব্যবহারটাও বদলে যায়। 

গণি বয়াতি মালুকে তামাক সাজতে বলে। মালুকে হুঁকা বদলাতে বলে গণি বয়াতি। মালুর ভালো না লাগলেও হুকার পুরাতন পানি ফেলে নতুন পানি। ভরে দেয়। হুঁকার নলটাও সাফ করে দেয়। মালু ভাবে গুস্তাদের হুকুম না করতে নেই। 

গণি বয়াতি বাইরে বাইরে দল নিয়ে। ঘোরে আর মালুর জন্য নিত্যনতুন কাজের ফরমাশ তৈরি করে। যে কাজের জন্য লোকের অভাব নেই; সে কাজও গণি। বয়াতি মালুকে দিয়ে করাতে থাকে। মালুকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানোটা যেন গণি বয়াতির জিন হয়ে দাঁড়ায়। তাছাড়া মালু গণি বয়াতির বাইরে ছোট একটা ছনের ঘরে থাকত। বর্ষার সময় সেই ঘরে পানি পড়ত। 

মাল গণি বয়াতিকে ছালে ছানি দিতে বললেও গণি বয়াতি মালুর কথা রাখে না। এসকল কারণেই মাল গণি বয়াতির কাজে ও কথায় তাজ্জব। বনে যায় এবং একসময় গণি বয়াতির দল ত্যাগ করে। এজন্যই বলা হয়েছে— “দ্বিতীয়বার পথে ভাসল মালু।”

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ