মালুকে অশোকের মেস ছাড়তে হয় কেন ব্যাখ্যা কর

মালুকে অশোকের মেস ছাড়তে হয় কেন  ব্যাখ্যা কর।
মালুকে অশোকের মেস ছাড়তে হয় কেন  ব্যাখ্যা কর

উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র মালু। 

মালু কলকাতায় গিয়ে প্রথম অশোকের মেসে উঠেছিল। অশোক বেশির ভাগ সময় বাইরে বাইরে থাকত। অশোক মালুকে তার মেসে একটি থাকার ঘরও দিয়েছিল। মেসটি ছিল হিন্দু মেস। তাই অশোক মানুকে সেখানে হিন্দু পরিচয়ে থাকতে বলে। 

মালুও সেখানে হিন্দু পরিচয়য়েই ছিল। এরপর মালু অশোকের সমস্ত কাজকর্ম এমনকি রান্নাবান্নাও করে দিত। মালুর সাথে মেসের আরো পাঁচ জন যোগ দেয় খাওয়ার জন্য । তখন থেকে মালু পাঁচজনের রান্নাই করতো। তারা মাইনের কথা তুললেও মালু কোন মাইনে নিত না। 

ঘটনাটা ছিল যখন যুদ্ধ চলচিল তখন। সেসময় মালু রান্নায় পেঁয়াজ দিলেও কেউ কোন কথা বলত না। যুদ্ধ শেষে হলে আর মালুর তরকারিতে পেঁয়াজ দেয়া দেখে অনেকের সন্দেহ হয় মালুর ব্যাপারে যে সে মুসলমান। অশোকের কাছে রাকীব নামে একজন সংগীত শিল্পী আসতেন। 

তিনিই একদিন ঘটনাচক্রে মেসের যতীন বাবুর কাছে মালুর আসল পরিচয়টা দিয়ে দেন। আর এভাবেই হিন্দু মেসে মুসলমান মালুর পরিচয় ফাঁস হয়ে যায়। মেসের কেউ কেউ মালুকে মারতেও উদ্যত হয়। নিরুপায় মালু মেসের এক সময়ের গোসলখানার ঘরে লুকিয়ে থাকে। 

অবশেষে কোন উপায় বের করতে না পেরে সকলের সামনে দিয়ে দরজাটা খুলে সকলের সামনে দিয়ে মেস থেকে বের হয়ে যায়। অর্থাৎ অশোকের মেসে হিন্দু পরিচয়ে থাকা মুসলমান মালুর পরিচয় ফাঁস হয়ে গেলে মালু অশোকের মেস ছাড়তে বাধ্য হয় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
আরও পড়ুনঃ
আরও পড়ুনঃ