তুই শুধু ফাঁস করে দিবি না ব্যাপারটা তাহলে কথাটি কে কাকে কেন বলেছিল ব্যাখ্যা কর
তুই শুধু ফাঁস করে দিবি না ব্যাপারটা তাহলে কথাটি কে কাকে কেন বলেছিল ব্যাখ্যা কর।
![]() |
তুই শুধু ফাঁস করে দিবি না ব্যাপারটা তাহলে কথাটি কে কাকে কেন বলেছিল ব্যাখ্যা কর |
উত্তর : বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্মিলিত জীবন নিয়ে এবং অসাম্প্রদায়িক জীবনবোধে অনুপ্রাণিত প্রথম সার্থক সৃষ্টি শহীদুল্লা কায়সারের 'সংশপ্তক' উপন্যাসের খল চরিত্র রমজান কথাটি ফেলু মিঞার পেয়াদা কালুকে বলেছিল।
ফেলু মিঞার দক্ষিণহস্ত ছিল রমজান। কিন্তু আস্তে আস্তে সে ফেলু মিঞার কাছ থেকে সরে আসতে চায়। ফেলু মিঞার সাবেক আমলের একটা বাংলাঘর ছিল। এককালে হয়তো সেখানে দাসী-বান্দিরা থাকত। তারপর থেকে ঘরটি খালিই পড়ে থাকে। তাই ফেলু মিঞা ঘরটা ভেঙে ফেলতে চায়। ঘরটি পুরনো হলেও তার কাঠগুলো দেখতে আনকোরা নতুন মনে হতো।
বিশেষকরে শাল কাঠের পালাগুলো ছিল অক্ষত। সেই ঘরেরই দশটা লোহা কাঠের পালা আর এক বান টিন চেয়েছিল রমজান কালুর কাছে। চুপিসারে পাচার করে দিতে হবে রমজানকে। রমজান আটটি লোহা কাঠের পালা দিয়ে তার বড় ঘরটা আরো মজবুত করতে চায়।
তাছাড়া রমজান কালুকে পাঁচ টাকা ও দুটো রুপোর টাকাও বখশিস দেয় তার কাজ হাসিল করার জন্য। কিন্তু কালু মুনিবকে না বলে পালা দিতে রাজি হয় না। তখন রমজান কালুকে বলে, “তুই শুধু ফাঁস করে দিবি না ব্যাপারটা। তাহলে?" অর্থাৎ রমজান পালা আনার সমস্ত ব্যাপারটা নিজেই দেখভাল করবে কালু শুধু চুপ থাকবে তাহলে কেউ জানতে পারবে না। এই ঘটনার মধ্য দিয়ে আমরা ধুরন্ধর রমজান চরিত্রের আরো একটি পরিচয় পায় ।